হোক উচ্চ কলরব
- কমলতোলা
কলমে কমল তোলা
১০/৯/২৪
*********
কবিতা লিখতে গিয়ে মনে আসে সীমাহীন ক্রোধ
লিখি শব্দসমূহ যারা গড়ে তুলে ইস্পাতসম প্রতিরোধ
আমার মেয়েটার চোখে ক'দিন দেখি ভয়ার্ত চাহনি
সারা শরীরে ফুটে উঠে ঘৃণা ও শোকের প্রতিধ্বনি
অভয়া নারী খুঁজে আজ নারীত্ব রক্ষার প্রকরণ
তিলোত্তমা না-হতে ভৈরবী সাজায় দিয়ে দশ প্রহরণ
কালের নিয়মে সকল মৃত্যু ভুলায় বাহিরের শোক
বিচারের দাবিতে জগৎব্যাপী উচ্চ কলরব হোক।
১২-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।